না, যাকাত কোন ইসলামিক টেলিভিশনে দেওয়া যাবে না। কোন প্রতিষ্ঠান যেমন, মসজিদ. মাদ্রাসা বা কোন ধরণের ইসলামী প্রতিষ্ঠানেও দেওয়া যাবে না। উল্রেখ্য মাদ্রাসাসমূহ যাকাতের টাক সংগ্রহ করে মাদ্রসার গরীব ছাত্রদেরকে দিয়ে থাকে।যাকাত পাবে ব্যক্তি, প্রতিষ্ঠান নয়। এটাই আলেম, ইমাম, মুহাদ্দিস এবং মুফাসসিরগণের অভিমত। তবে আটটি খাতের একটি খাত وفي سبيب لله দ্বারা পরবর্তী যগের দুয়েক জন আলেম বলেছেন, যে কোন কল্যানকর কাজে যাকাত দেয়া যাবে। তাদের এই কথা সম্পর্কে বিখ্যাত ফকহী ও মুফতী শায়খ আব্দুল্লাহ বিন বায রহ. বলেন,الصحيح أن المراد بقوله سبحانه: ﴿ وَفِي سَبِيلِ اللَّهِ ﴾ عند أهل العلم هم الغزاة والجهاد في سبيل الله، فلا تصرف في المساجد ولا المدارس عند جمهور أهل العلم. وذهب بعض المتأخرين إلى جواز صرفها في المشاريع الخيرية، ولكنه قول مرجوح؛ لأنه يخالف ما دلت عليه الأدلة، ويخالف ما مضى علمه أهل العلم. مجموع فتاوى ابن باز(14/297)
সহীহ কথা হলো وفي سبيب لله দ্বারা আলেমদের নিকট উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় জিহাদকারী। মসজিদ-মাদরাসায় অধিকাংশ আলেমমের নিকট যকাত দেয় জায়েজ হবে না। পরববর্তী যুগের কতিপয় আলেম মনে করেন কল্যানকর যে কোন কাজে যাকাত দেয়া যায়। কিন্তু তাদের কথা অগ্রহনযোগ্য. দুর্বল। কেননা এই কথা (কুরআন ও হাদীসের) দলীল যা বলে তার বিপরীত। এবং আলেমগণ যে পথে চলেছেন তারও বিপরীত পথ। মাজমাউ ফাতাওয়া ইবনে বাজ, ১৪/২৯৭। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।