As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 745

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Feb 2008

প্রশ্ন

Assalammualikum, 01. What I understand about Zakat : In the Islamic Shariah, if a person possesses 612.35 grams of silver or 87.479 grams of gold or any currency that equals the value of this amount of gold or silver, and this wealth remains in his possession for a complete Lunar year then it will be Waajib to pay Zakah on it.
However there is a huge difference between the amount of 612 grams of gold 87 grams of silver, which should be taken into consideration for giving zakat?
02. I have read some of your answers about Fitra, I have a very quick question, and if I am;giving Fitra in amount of money it would be equivalent to 3 kg of dates, right?
And finally do I need to pay my servants Fitra too? Zajakallah

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, ইসলামী শরীয়ত যাকাতের নিসাব নির্ধারন করেছে যে. যদি শুধূ স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাত ভরি আর যদি শুধু রোপা থাকে তাহলে সাড়ে বায়ান্ন ভরি। আর যদি মুদ্রা বা অন্য কিছু থাকে তাহলে এই সোনা-রোপার মধ্যে যেটার মূল্য দ্বারা নিসাব ধরলে গরীবের জন্য সহায়ক হবে সেটার মূল্য ধরে ম্রদার নিসাব নির্ধারণ করতে হবে। এটা ঠিক যে, সোনা ও রোপার মাঝে ব্যবধান বিরাট। কিন্তু শরীয়তপ্রণেতা তো আমাদের মাঝে নেই সুতরাং এখন বিষয়টি এমনই থাকবে। আর তখন হয়তো দুটি নিসাবই মূল্যের দিক দিয়ে কাছাকাছি ছিল। হ্যা, টাকা দিয়ে ফিতরা আদায় করলেও হবে। এই বিষয়েও একটি প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। আপনি ০৭৩৯ নং প্রশ্নের উত্তর দেখুন। আর নিজের কর্মচারীকে ফিৎরা দেয়া যাবে।