As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 736

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 Feb 2008

প্রশ্ন

আসালামুআলাইকুম, ভাই, আমি প্রবাসে আছি। এই জানুয়ারি মাসে বিয়ে করেছি। আমার স্ত্রী দেশে আছে এখন। হঠাৎ করেই কিছুদিন যাবত আমার স্ত্রী অসাভাবিক আচরন করছে। খুবই রাগারাগী বা খুবই চুপচাপ কারো সাথে কথা বলতে চায় না এমন। আমার শাশুড়ি ভাবছে জ্বিন বা কেও তাবিজ করেছে কিনা! আমার স্ত্রী ছোট থাকতে খেলার সময় কি যেন একটা দেখতে পেয়েছিল তাকে দেখে হাসছে। পরে আমার শশুড় কে বললে শশুড় কিছুই দেখতে পায় না। পরে শশুর আমার স্ত্রী কে সেখানে নিয়ে গেলে শশুড় কিছু দেখতে পায় না। কিন্তু আমার স্ত্রী কি যেন একটা ভঙ্কর কিছু দেখে ভিশন ভয় পায়। এখন নাকি বার বার সেই কথা মনে করে খুব জেদ করছে। আর আমার কথা শুনলেই রেগে যাচ্ছে । আমার শাশুড়ি পরেজগার মহিলা তবে তিনি কবিরাজের আশ্রয় নিতে চাচ্ছে। এই অবস্থায় ইসলামিক ভাবে আমি কি করতে পারি। জাযাকুমুল্লাহু খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আমার মনে হচ্ছে এই সব জ্বীন বা এ জাতীয় কিছু না। আপনি জানুয়ারীতে বিয়ে করে বাইরে চলে গিয়েছেন এটাই মূল কারণ। আপনি দেশে চলে আসেন সব ঠিক হয়ে যাবে। এমন ঘটনা বহু ঘটে। আপনার কাছে নতুন হতে পারে আমাদের কাছে নতুন নয়। বিয়ে করে কয়েক মাস পরে বিদেশ চলে যাবেন এটা খুব অন্যায়। যদি বিদেশ চলে যাবেন তাহলে বিয়ে করলেন কেন? বিদেশ গিয়ে থাকলে বিয়ে করে কি লাভ? বিদেশ থেকে এসেই করতে পারতেন। আপনার স্ত্রীর রাগ মূলত আপনার উপর। সে মুখে বলে পারছে না তাই অভিনয় করে দেখাচ্ছে। যেটা আপনিও বলেছেন, আপনার কথা শুনলে রেগে যাচ্ছে।