As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 733

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 Feb 2008

প্রশ্ন

সহীহ হাদিস অনুসরণ করতে গিয়ে যদি ফেতনার সৃষ্টি হয় তখন আমর কি করা উচিত?

উত্তর

সহীহ হাদীস মানলে তো ফিৎনা হয় না, ফিৎনা হয় যখন সমাজে সহীহ হাদীস মোতাবেক কোন আমল চালু থাকে আর বিকল্প আরেকটি সহীহ হাদীস দ্বারা আমল শুরু হয় তখন। আপনি এই বিষয়টি ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (র.) এর মুখ থেকে জানতে ইউটিউবে সার্স করুন নামাযে হাত কোথায় রাখব শিরোনামে।