As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 727

বিবিধ

প্রকাশকাল: 26 Jan 2008

প্রশ্ন

Assalamuwalikum owarahmatullah.
I have three question. It would be great to have all three answers. Here I go 1. Need to know details of Salatul Tajbeeh Namaz according to Sunnah. Does it permitted in Islam?
2. Can we touch Quran without having Wadu? if not then how can Islam permitted to give it non Muslim as a gift?
3. Its about Shab-e-Qadar. We all know shab-e-qadar can be found in any odd numbered nights of last ten days of ramadan like 21, 23, 25, 27, 29. The Holy Quran was sent down from Loh-e mehfooz to earth on that particular night, it was an exact time. So if we consider that time how can we consider region such as America, Bangladesh etc. as because when they (American) have 21st night of Ramadan we might passing 20nd Ramadan. Hope you understand my point. How you clarify this issue? Thanks

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। সালাতুস তাসবীহ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন রাহে বেলায়তা। সংক্ষেপে শুধূ বলি এই বিষয়ে বর্ণিত হাদীসটিতে দুর্বলতা আছে। ২। শরয়ী হুকুম পালন করবেন মুসলিমরা । অমুসলিমরা নন। সুতরাং মুসলিমরা পবিত্রতা অর্জন ছাড়া কুরআন স্পর্শ করতে পারবে না। অমুসলিমরাতো আর ইসলাম মেনে চলবেন না সুতরাং তাদের ক্ষেত্রে এই প্রশ্নে অবান্তর। তার কুরআন স্পর্শ করলে আলাদা কোন গুনাহ হবে না। মূল গুনাহ মুসলিম না হওয়া। ৩। রাসূলুল্লাহ সা. ও সাহাবীদের কর্ম থেকে আমরা শিক্ষা পায় নিজ নিজ অঞ্চলের চাঁদ দেখে চাঁদের সাথে সম্পর্কীত ইবাদত পালন করার। সুতরাং যে যেখানে থাকবেন সেখানকার চাঁদের তারিখ অনুযায়ী আমল করবেন। বাকী চিন্তা আল্লাহর, আমাদের নয়। সওয়াবতো দিবেন আল্লাহ, তার কাছে সওয়াবের কোন অভাব নেই।