রমজান মাসের শেষে ঈদের পূর্বে ইসলামী শরীয়ত কতৃক আদেশকৃত বিশেষ দানকে ফিতরা বলে। ইসলাম চাই ইসলামী উৎসবগুলোতে ধনী-গরীব সবাই যেন শামিল হয়। এই কারণে প্রতিটি উৎসবের সময়ই কিছু কিছু দান-সদকা করতে ইসলাম আদেশ করে অথবা উৎসাহ দেয়। অসংখ্য হাদীসে রাসূলুল্লাহ সা. ফিতরা দিতে বলেছেন। ফিৎরা দেয়া আবশ্যক। যারা নিত্য প্রয়োজনীয় সম্পদ (বাসস্থান ও খাদ্যখাবার ) বাদে সাড়ে বায়ান্ন তোলা রোপা বা সাড়ে সাত তোলা সোনার মালিক কিংবা ঐ পরিমাণ সোনার বা রুপার মূল্যমানের নগদ টাকা বা অন্য কোন সম্পদের মালিক তারা ফিতরা দিবে। যারা এর চেয়ে কম পরিমান সম্পদের মালিক তারা ফিতরা পাবে । বিস্তারিত জানতে স্থানীয় কোন আলেমের নিকট জিজ্ঞাসা করুন। বিস্তারিত জানতে https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE