As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 725

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 Jan 2008

প্রশ্ন

মুহতারামঃ আসসালামু আলাইকুম। আমার এক বন্ধুর মা মারা গিয়েছে গতকাল। সে আমাকে একটা প্রশ্ন করেছিল, তা এই যে রমজানে কোন সাধারন মুমিন মারা গেলে এর কোন special significance আছে কি না? আমরা ছোট বেলায় শুনতাম রোজার মাধ্যে মারা গেলে কবরের আজাব হয় না। এটা সহিহ কিনা? যাযাকাল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রমজান মাসে মারা গেলে কোন ফজিলত আছে বলে হাদীস থেকে জানা যায় না তবে রোজা অবস্থায় মারা যাওয়া ব্যক্তি সম্পর্কে রাসূলূল্লাহ সা. বলেছেন, وَمَنْ صَامَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللهِ خُتِمَ لَهُ بِهَا دَخَلَ الْجَنَّةَ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোযা রাখে অত:পর রোজা অবস্থায় মৃত্যুবরণ করে সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদু আহমাদ, হাদীস নং ২৩৩২৪। মুহাদ্দিসগণ হাদীসটিকে সহীহ বলেছেন।