As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7208

বিবাহ-তালাক

প্রকাশকাল: 16 Feb 2025

প্রশ্ন

স্বামী ঝগড়ার সময় অনেকবার বলেছে তুই এক্ষুনি বাড়ি থেকে বের হবি, কিন্তু পরে জিজ্ঞেস করাতে বলেছে, তার সংসার ভাংগার নিয়ত ছিলো না, এতে কি কেনায়া তালাক হয়েছে!? সে ওই ঝগড়ার সময় তার পরিবারের সদস্যকে বলেছে এটা আমার পোষাবে না, মানে এই স্ত্রী তার পোষাবে না, কিন্তু স্ত্রী কে বলেননি।মনের ভিতর সারাক্ষণ সন্দেহ লাগে এক্ষেত্রে কি করণীয়?

উত্তর

না, নিয়ত না থাকার কারণে তালাক পতিত হয় নি। ভবিষ্যতে সাবাধান থাকবে, এমন কথা আর বলবে না।