As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7206

নামায

প্রকাশকাল: 16 Feb 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম। যোহর ও আসরের নামাজে আমি ইমামের পিছনে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়ি। আমার প্রশ্ন হচ্ছে, যোহর ও আসরের সালাতে কি আমি সূরা ফাতিহা না পরে চুপ করে আরেকটা হাদিসের উপর আমল করতে পারব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে কোন একটি ফিকহী মতের ওপর থাকবেন। মন যা চায় তা নয়। হানাফী মাজহাবে ইমামের পিছনে কোন নামাযেই কুরআন পড়া যাবে না, সূরা ফাতিহা পড়া যাবে না। সুতরাং হানাফী ফিকহ অনুযায়ী যারা চলেন তাদের জন্য এমন করা ভাল।