As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7204

নামায

প্রকাশকাল: 16 Feb 2025

প্রশ্ন

ইস্তিখারার নামাজের পর মোনাজাতে যে দোয়াটি (আল্লাহুম্মা ইন্নি আসতাখিরুকা……) করা হয় সেটি দেখে পড়লে হবে?

উত্তর

দূআ মুখস্ত করার বিষয়। মুখস্ত করে দুআ করবেন। মুখস্ত হওয়ার আগ পর্যন্ত দেখে পড়তে পারেন।