As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7203

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Feb 2025

প্রশ্ন

“আল্লাহুম্মা বারিক লানা ফী রাজাবা ওয়া শা’বানা ওয়া বাল্লিগনা রামাযান।” দুআর এ হাদিসটি কি জয়ীফ? এ দু’আটি কি পাঠ করা যাবে?

উত্তর

এই হাদীসটির অর্থ আল্লাহ রজব ও সাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং অমাদের রমজান পর্যন্ত পৌছে দিন। এই দুআটি যে হাদীসে এসেছে সেই হাদীসটি দূর্বল। সহীহ নয়। তবে যে কোন মুসলিমের এই দুআ করতে কোন সমস্যা নেই যে, আল্লাহ আমাকে রমাজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখুন, রজব-শাবানে বরকত দান করুন।