ওয়া আলাইকুমুস সালাম। এই বিষয়ে আলেমেদের মধ্যে মতভিন্নতা আছে। সুতরাং নতুন করে স্বাভাবিকভাবে বিবাহ করবেন।
বিশেষ প্রয়োজনেপ্রবাসে অবস্থানরত ব্যক্তি বিবাহ করতে চাইলে তার সর্বসম্মতি পদ্ধতি হল, ছেলে এ দেশে তার পক্ষে বিবাহ সম্পন্ন করার জন্য একজন উকিল তথা প্রতিনিধি নিযুক্ত করবে। ঐ উকিল বিবাহের মজলিসে উপস্থিত হয়ে সাক্ষীদের সম্মুখে প্রবাসীর পক্ষ থেকে ইজাব বা কবুলের মাধ্যমে বিবাহকার্য সম্পন্ন করবে। https://islamqa.info/ar/answers/105531/%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D8%AC%D8%B1%D8%A7%D8%A1-%D8%B9%D9%82%D8%AF-%D8%A7%D9%84%D9%86%D9%83%D8%A7%D8%AD-%D8%B9%D9%86-%D8%B7%D8%B1%D9%8A%D9%82-%D8%A7%D9%84%D9%87%D8%A7%D8%AA%D9%81-%D9%88%D8%A7%D9%84%D8%A7%D9%86%D8%AA%D8%B1%D9%86%D8%AA