আমাদের দেশের কিছু আলেম বলে থাকেন “মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা নবীর ঘর, আল্লাহর ঘরে সাদকা করলে আল্লাহ খুশী হয়, নবীর ঘরে সাদাকা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশী হয়”। তাঁদের আক্বীদাহ কি ঠিক আছে? তাঁদের পিছনে নামাজ পড়া যাবে কি?
উত্তর
তাদের উক্ত কথা ঠিক নয়। যদি এমন বিশ্বাস রাখে তাহলে সেটা ভুল বিশ্বাস। মসজিদ মাদ্রাসা যেখানেই দান করুন আল্লাহ তায়ালা খুশি হবেন, রাসূল সা. খুশি হবেন। তাদের পিছনে নামায আদায় শুদ্ধ হবে। তবে আরো শুদ্ধ আকীদার ইমামের পিছনে নামায আদায়ের সুযোগ থাকলে সেখানে নামায আদায় করবে।