As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7198

যাকাত

প্রকাশকাল: 13 Feb 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ৭ ভরির উপরে গহনা থাকলে ভরি পতি কত করে জাকাত আসবে? আর ৭ ভরির থেকে বেশি যেই টুকু ঐ টুকুর জাকাত দিবে না পুরাটা দিতে হবে?

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যাকাত ফরজ হওয়ার জন্য সাড়ে সাত ভরি স্বর্ণ থাকতে হবে। এর কম থাকলে যাকাত ফরজ হবে না। আর যাকাত দেয়ার সময় যত স্বর্ণ থাকবে তার পুরোটারই যাকাত দিতে হবে। যা স্বর্ণ থাকবে তার চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে। স্বর্ণের দাম হিসাব করে টাকা দিয়েও যাকাত দিতে পারবেন।