আসসালামু আলাইকুম। আমাদের একটি জমি ছিল সেটা বিক্রি করার পরে কিছু টাকা পেয়েছি। এখন আমার বয়স ১৬ বছর, আমি এই বছর এসএসসি পরীক্ষা দিব। তাই আমার পরিবার চাচ্ছে ওই টাকাগুলো কোন ব্যাংকের রাখতে, আমার পড়ালেখা করার জন্য। যে সুদ আসবে আমরা নিব না, তাহলে কি ঐ সুদের টাকা কোনভাবে কাউকে দান করে দেওয়া যাবে?