একজন লোক একটা কম বেতনের চাকরি করে। তার বেতনের টাকা থেকে মানুষকে হেল্প করতে পারে না। তার তেমন সঞ্চয় ও নেই, তার চাকরির পিএফ ফান্ড থেকে লোন নিয়ে যদি ব্যাংকে সে ১ লাখ টাকা রেখে তার উপর পাওয়া মাসিক ১২০০/১৩০০ টাকা দিয়ে কোন ঋণগ্রস্ত/অসহায়/গরীব আত্মীয় স্বজনকে সাহায্য করেন। তাহলে কি গুনাহ হবে? জায়েজ হবে কি? সে এটা থেকে কোনো সওয়াব এর আশা করে না।