আসসালামু আলাইকুম। আমি ২৬ বছর বয়ষ্কা একজন স্বাবলম্বী নারী। আমার বাবা ২ মাস আগে মারা গিয়েছেন, আমার কোনো আপন ভাই নেই, দুজন বড় বোন আছেন, বিবাহিত। আমার বাবার মৃত্যুর আগে আমার বিয়ের বিষয়ে আলাপ আলোচনা চলছিলো তবে বিষয়ে কোনো ফয়সালা হওয়ার পূর্বেই তিনি মারা যান। আমার বড় বোন এবং মা ব্যতীত পরিবারের সবাই বিদেশে থাকেন। আমার মায়ের এখন ইদ্দতকালীন সময় চলছে বিধায় তিনি আমার বিয়ের দায়িত্ব আমার বড় দুলাভাই এর উপর দিয়েছেন। কিন্তু তিনি বিদেশে থাকায় এ ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখতে পারছেন না। তাই আমার বড় বোন আমার মায়ের ইদ্দতকালীন সময় পার হওয়ার পরে আমার পছন্দকৃত ছেলের পরিবারের সাথে বিয়ের বিষয়ে কথা বলতে চাচ্ছেন। উল্লেখ্য যে, আমি সামরিক বাহিনীতে চাকরি করি এবং এখানে হিজাবের অনুমতি পেতে বিবাহিত হতে হয়। তবে আমার বোন আমার মায়ের ইদ্দতকালীন সময় শেষ না হওয়া পর্যন্ত আমার বিয়ের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে চান না। এক্ষেত্রে আমাদের করণীয় কী?