As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7193

বিবিধ

প্রকাশকাল: 26 Jan 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম। প্রায় শুনতে পাওয়া যায় আল্লাহ্ ১ লক্ষ ২৪ হাজার মতান্তরে ২ লক্ষ ২৪ হাজার পয়গাম্বর বা নবী রাসূল পাঠিয়েছেন,কিন্তু এটাও লক্ষণীয় যে কোরআনে মাত্র ২৫ জন নবী রাসূল এর কথা উল্লেখ আছে। তাহলে ১ লক্ষ ২৪ হাজার মতান্তরে ২ লক্ষ ২৪ হাজার পয়গাম্বর এর বিষয়টি কি লোক মুখে প্রচলিত একটি বিষয় নাকি এর কোনো ভিত্তি রয়েছে। জানালে খুবই উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এটা প্রচলিত একটি কথা। এটা কোন দলীলভিত্তিক কথা নয়। অসংখ্য নবী রাসূল এসেছেন। তাদের সঠিক হিসাব হাদীস বর্ণিত হয় নি।