আসসালামু আলাইকুম,
British American Tobacco (BAT) এ অনেক সময় চাকরির বিজ্ঞপ্তই দেয়। আমি একজন চাকরীপ্রার্থী, আমি যদি এখানে চাকরি করি এটা কি হারাম হবে? আমার উপার্জিত অর্থ আমি কোরবানি, জাকাত, হজ্জে ব্যবহার করতে পারবো? এবং আমার ইনকাম শুরু করতে হবে, আমার পরিবারের জন্য। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার মা এর দীর্ঘায়ু এবং আল্লাহ যেনো আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, দোয়া করবেন। আমি যেনো হালাল উপার্জন করি সেই দোয়ায় রাখবেন, আর আমাদের সকল বালা-মুসিবত আল্লাহ সহজ করে দিক; আমিন।