As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7187

বিবাহ-তালাক

প্রকাশকাল: 20 Jan 2025

প্রশ্ন

মুসলিম নারীর বিয়ের ক্ষেত্রে কী কী আবশ্যক?  এবং তার বিয়েতে কি তার নানা, মামা,খালু,দুলাভাই, খালাতো -মামাতো -ফুফাতো ভাই প্রমুখ ব্যাক্তি কি তার বিয়ের অভিভাবক হতে পারেন?

উত্তর

মুসলিম নারীর বিয়েতে সাক্ষী প্রয়োজন, ইজাব-কবুল প্রয়োজন এবং অভিভাবক প্রয়োজন। অভিভাবককে অবশ্যই মুসলিম, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ও প্রাপ্ত বয়স্ক পুরুষ হতে হবে। ইসলামী আইনবিদগণ অভিভাবকদের একটি ক্রমধারা নির্ধারণ করেছেন। সুতরাং নিকটবর্তী অভিভাবক থাকতে দূরবর্তী অভিভাবকের অভিভাবকত্ব গ্রহণযোগ্য নয়।  নারীর অভিভাবক হচ্ছে- তাঁর পিতা। এরপর পিতা যাকে দায়িত্ব দিয়ে যান সে ব্যক্তি। এরপর পিতামহ, যতই উর্দ্ধগামী হোক। এরপর তাঁর সন্তান। এরপর তাঁর সন্তানের সন্তানেরা, যতই অধস্তন হোক। এরপর তাঁর সহোদর ভাই। এরপর তাঁর বৈমাত্রেয় ভাই। এরপর এ দুইশ্রেণীর ভাইয়ের সন্তানেরা। এরপর তাঁর সহোদর শ্রেণীর চাচা। এরপর বৈমাত্রেয় শ্রেণীর চাচা। এরপর এ দুইশ্রেণীর চাচার সন্তানেরা। এরপর মীরাছের ক্ষেত্রে যারা ‘আসাবা’ হয় সে শ্রেণীর আত্মীয়গণ। এরপর নিকটাত্মীয় থেকে ক্রমান্বয়ে দূরের আত্মীয়। যার কোন অভিভাবক নেই মুসলিম শাসক অথবা শাসকের প্রতিনিধি (যেমন বিচারক) তার অভিভাবক।  অভিভাবক সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন। http://islamqa.info/bn/2127