আসসালামুআলাইকুম। সাক্ষী ছাড়া বিবাহ করলে বৈধ হবে কি না? এভাবে বিবাহ করে তালাক দিলে সেই তালাক বৈধ হবে কি না?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। সাক্ষী ছাড়া বিবাহ করলে বিবাহ কার্যকর বা সহীহ হয় না। সুতরাং এমন বিবাহের তালাকও গ্রহনযোগ্য নয়। এভাবে সাক্ষী ছাড়া বিবাহ করলে নতুন করে সঠিক নিয়মে বিবাহ করতে হবে।