As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7184

যাকাত

প্রকাশকাল: 19 Jan 2025

প্রশ্ন

আমার বিয়ের সময় বাবার বাড়ি ও শশুর বাড়ি থেকে সোনার গহনা পাই। সব মিলে যাকাত ফরয হয়।আমি বিক্রি করে কমাতে চাইলে আমার পরিবারের লোকজন নিষেধ করে।তাদের দেওয়া জিনিস যেন বিক্রি না করি।আমার কর্ম নাই যাকাত দেওয়ার সামর্থ্য নাই। বাড়ির লোকজন তা আমার সন্তানের জন্য রাখতে বলে। ছেলের জন্য রাখলে কি যাকাত দিতে হবে।আমার কি পাপ হচ্ছে? আমি যা পারি দান করার চেষ্টা করি। আমার কি করা উচিত?

উত্তর

আপনি  যতটুকু স্বর্ণ ছেলেকে উপহার হিসেবে দিবেন (এখনই যদি দিয়ে দেন)  ততটুকুর যাকাত আপনাকে দিতে হবে না। ছেলেকে দেওয়ার পর যদি নিসাব পরিমাণ অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ আপনার মালিকানায় থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে। বাবার বাড়ি ও শশুর বাড়ি থেকে স্বর্ণ পাওয়ার পর তার মালিক আপনি। তারা আপনাকে এই স্বর্ণের বিষয়ে কোন চাপাচাপি করতে পারবে না, আপনি চাইলে বিক্রি করতে পারেন। যদি ছেলেকে এখনই না দিয়ে দেন তাহলে পুরো স্বর্ণের যাকাত আপনাকে দিতে হবে।