As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7181

বিবিধ

প্রকাশকাল: 18 Jan 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমি বর্তমানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমি এবং আমার সহপাঠীদের মধ্য থেকে কয়েকজন মিলে একটি উদ্যোগ নিয়েছি যে, প্রতিদিন ক্লাস শেষে আমরা ছেলেরা মিলে তালিম করব এবং আমরা সবাই মিলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, রিয়াদুস সালেহীন বইটি অধ্যায়ন করব যেটি ব্যাখ্যা করেছেন শায়খ আব্দুল আজিজ বিন বাজ ও শায়খ মোঃ উসাইমিন। কয়েক মাস যাবৎ আমরা এই বইটি দিয়ে তালিম করে আসছি এখন আমার প্রশ্ন হল এই বইটি দিয়ে তালিম কন্টিনিউ করা ঠিক হবে কিনা?  এ বিষয়ে আসসুন্নাহ ট্রাস্টের মতামত কি? দয়া করে জানাবেন।

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনারা সঠিক বই নির্বাচন করেছেন। রিয়াদুস সালোহীন তালীমের জন্য খুবই উপযোগী একটি হাদীসের কিতাব। আল্লাহ আপাদের প্রচেষ্ট কবুল করুন।