আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি বর্তমানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমি এবং আমার সহপাঠীদের মধ্য থেকে কয়েকজন মিলে একটি উদ্যোগ নিয়েছি যে, প্রতিদিন ক্লাস শেষে আমরা ছেলেরা মিলে তালিম করব এবং আমরা সবাই মিলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, রিয়াদুস সালেহীন বইটি অধ্যায়ন করব যেটি ব্যাখ্যা করেছেন শায়খ আব্দুল আজিজ বিন বাজ ও শায়খ মোঃ উসাইমিন। কয়েক মাস যাবৎ আমরা এই বইটি দিয়ে তালিম করে আসছি এখন আমার প্রশ্ন হল এই বইটি দিয়ে তালিম কন্টিনিউ করা ঠিক হবে কিনা? এ বিষয়ে আসসুন্নাহ ট্রাস্টের মতামত কি? দয়া করে জানাবেন।