আসসালামু আলাইকুম শায়েখ। ১.আমি একবার একজনকে বলেছিলাম “ আমি তোমার চেহারা কোন দিন দেখতে চাই না, তুমিও যেনো আমার চেহারা কোন দিন না দেখো” কিন্তু পরে আমি এটা রক্ষা করতে পারি নাই। এটা আমি রাগের মাথায় বলেছিলাম। এখন আমার কি এর জন্য কাফফারা দিতে হবে? আমি এখনে আল্লাহর কসম এরকম কিসু বলি নাই।
২. আরো একজনকে বলেছিলাম আমি যদি তোমাকে বিয়ে না করতে পারি তাহলে কোন দিন আর বিয়ে করব না। এক্ষেত্রে ও আমি কোন কসম কাটি নাই। এটা আমি সিরিয়াসলি বলি নাই। এই কথাটা তুলে নেয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে কি এর জন্য কাফফারা দিতে হবে?