As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7180

হালাল হারাম

প্রকাশকাল: 18 Jan 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ। ১.আমি একবার একজনকে বলেছিলাম “ আমি তোমার চেহারা কোন দিন দেখতে চাই না, তুমিও যেনো আমার চেহারা কোন দিন না দেখো” কিন্তু পরে আমি এটা রক্ষা করতে পারি নাই। এটা আমি রাগের মাথায় বলেছিলাম। এখন আমার কি এর জন্য কাফফারা দিতে হবে?  আমি এখনে আল্লাহর কসম এরকম কিসু বলি নাই।

২. আরো একজনকে বলেছিলাম আমি যদি তোমাকে বিয়ে না করতে পারি তাহলে কোন দিন আর বিয়ে করব না। এক্ষেত্রে ও আমি কোন কসম কাটি নাই। এটা আমি সিরিয়াসলি বলি নাই। এই কথাটা তুলে নেয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে কি এর জন্য কাফফারা দিতে হবে?

 

উত্তর

এগুলো ওয়াদা ভঙ্গ। এর জন্য কাফফারা ওয়াজিব নয়। তবে ওয়াদা ভঙ্গ ভালো মুসলিমের কাজ নয়। ওয়াদা রক্ষা করা জরুরী। তবে খারাপ কাজের জন্য কোন ওয়াদা করলে সেই ওয়াদা পূর্ণ করা যাবে না, সেই ওয়াদা ভাঙ্গা ওয়াজিব। আল্লাহর নামে কসম করে কিছু বলে সেটা পালন করতে না পারলে কসমের কাফফারা দিতে হয়।