আসসালামুআলাইকুম.. আমি ২০১৯ সালে চাকরির সুবাদে বাসা থেকে বাইরে অবস্থান করছিলাম। মোবাইলে আমার স্ত্রীর সাথে বাকবিতন্ডায় এক সময় আমি প্রচন্ড রাগ আর অভিমানে দুই তালাক দেই। এই ঘটনার বেশ কিছুদিন পর আবারো মোবাইলে রাগারাগীর এক পর্যায়ে আমি রাগ আর ক্ষোভে এক সাথে তিন তালাক উচ্চারণ করি। এমনটা করার কারণ হচ্ছে আমি জানতাম বা আমরা ছোট বেলা থেকে জেনে এসেছি যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয়না সেটা যতবারই হোক না কেন। কিন্তু এখন আমি জানতে পারলাম যদি কেউ মজার ছলেও তালাক দিয়ে ফেলে তাহলে তালাক হয়ে যায়। এজন্য আমি খুবই অনুতপ্ত এবং অনেকবার তওবা করেছি। যদিও বা এই তওবা কার্যকর নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তো ওই সময় ইসলামিক ঐ শরিয়া এবং বিধির উপর প্রতিষ্ঠিত ছিলাম কেননা এরকম শরিয়া বা বিধি আমাকে পর্যন্ত পৌঁছায়নি। তারমানে আমি ওইটার উপরেই আমল করেছি। এখন যখন জানতে পারলাম আসলে ওটা শরীয়া নয় এতদিন ভুল জেনে এসেছি। এখন খুবই অনুতপ্ত এবং লজ্জিত। এমতাবস্থায় একদিকে প্রিয়তমা স্ত্রীকে হারানোর ভয় অন্যদিকে মহান আল্লাহতালার শাস্তির ভয়। আমাকে যা জানানো হয়েছে আমি সেই অনুযায়ী আমল করেছি বা ভুল করেছি। এখন যেটা জানছি সেটা জানা থাকলে তো কখনো এরকম উচ্চারণও করতাম না। দয়া করে আমাকে শরীয়া সমাধান দিবেন ইনশাআল্লাহ।