As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7171

জায়েয

প্রকাশকাল: 5 Jan 2025

প্রশ্ন

সরকারি কোনো স্থান থেকে কিছু নেয়া কি জায়েয হবে? যেমন সরকারি গাছ থেকে ফুল ছেঁড়া বা সমুদ্রের তীর থেকে ঝিনুক, প্রবাল ইত্যাদি নেয়া যাবে কি? কেউ যদি তা করে ফেলে, তাহলে তার কী করা উচিত?

উত্তর

আপনি সম্ভবত কিছুটা চিন্তা রোগে আক্রান্ত। স্বাভাবিকভাবে চলুন, তাহলে এই সব চিন্তা আসবে না। যা কিছু উল্লেখ করেছেন এগুলো মূল্যবান কোন বস্তু নয়। সুতরাং এগুলো নেয়া অবৈধ নয়, হারাম পর্যায়ের কিছু না। ফুল ছেড়া অনুচিত কাজ, যে কোন গাছ থেকেই ফুল বিনা প্রয়োজনে ছেড়া উচিৎ নয়।  তবে মূল্যবান কোন সম্পদ নেয়া যাবে না। সরকারী গাছ কেটে নেয়া যাবে না, সরকারী রাস্তার ইট নেয়া যাবে না।