আসসালামু আলাইকুম, আমি একজন অনার্স্ পড়ুয়া স্টুডেন্ট। আমার বয়স ২৪ বছর।আমি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করি। আমি প্রায় ২/৩ বছর থেকে একটানা ঔষধ খেয়ে যাচ্ছি। মাইগ্রেনের সমস্যার জন্য, আল্লাহর রহমতে আগের থেকে কিছুটা উপকার পেয়েছি কিন্তু টানা ঔষধ খেয়ে যেতে হচ্ছে, ডাক্তার ঔষধ খেয়ে যেতে বলছে কিন্তু আমি এতো এতো ঔষধ খেয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি, কেননা এতো কম বয়সে আমি অনেক ঔষধ খেয়ে যাচ্ছি। তাই আমি চাচ্ছি আর ঔষধ খাবো না,, এমন কোন কী পরীক্ষিত আমল নাই যা আমল করে অসুখ-বিসুখ থেকে মুক্তি পাবো, অসুখ থেকে আল্লাহ আমাকে রক্ষা করবে।