As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7170

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 Jan 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একজন অনার্স্ পড়ুয়া স্টুডেন্ট। আমার বয়স ২৪ বছর।আমি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করি। আমি প্রায় ২/৩ বছর থেকে একটানা ঔষধ খেয়ে যাচ্ছি। মাইগ্রেনের সমস্যার জন্য, আল্লাহর রহমতে আগের থেকে কিছুটা উপকার পেয়েছি কিন্তু টানা ঔষধ খেয়ে যেতে হচ্ছে, ডাক্তার ঔষধ খেয়ে যেতে বলছে কিন্তু আমি এতো এতো ঔষধ খেয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি, কেননা এতো কম বয়সে আমি অনেক ঔষধ খেয়ে যাচ্ছি। তাই আমি চাচ্ছি আর ঔষধ খাবো না,, এমন কোন কী পরীক্ষিত আমল নাই যা  আমল করে অসুখ-বিসুখ থেকে মুক্তি পাবো, অসুখ থেকে আল্লাহ আমাকে রক্ষা করবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ওষুধ খেয়ে যাবেন। আল্লাহ তায়ালা আপনাকে পরীক্ষার মধ্যে রেখেছেন, এমন মনে করবেন। আর আল্লাহ তায়ালার কাছে রোগমুক্তির দোয়া করবেন। হাদীসের বর্ণিত নীচের এই দুআটিও পড়তে পারেন। اللهم رب الناس أذهب الباس اشفه وأنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما