আসসালামুয়ালাইকুম। আমাদের ছেলের বয়স ১৪মাস, ওর এখনো আকিকা দেওয়া হয়নি। আমার স্বামীর এখন ইনকাম নাই । আমরা একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন কি আমরা আমাদের অবস্থা ভালো হলে তখন দিলে হবে নাকি এখন ই যেকোন উপায়ে দেওয়া লাগবে ?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। আকীকা দেয়া সুন্নাত। আকীকা না দিলে গুনাহ হবে না। হাদীসের ভাষ্য অনুযায়ী আকীকা রোগ-প্রতিরোধে সহায়ক। সুতরাং সামর্থ্য থাকলে জন্মের ৭ দিনে আকীকা দেয়া সুন্নাত। পরেও যে কোন সময় দেয়া জায়েজ।