As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7166

মানত

প্রকাশকাল: 2 Jan 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম,  আমি আমার এডমিশন টেস্ট এর আগে আল্লাহ কে বলছিলাম আল্লাহ আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঞ্চ না পাই তাহলে আমি পড়াশুনা করবো না (জেনারেল লাইনে), মাদরাসায় পড়বো। কী  আশ্চর্য আমি অনেক ভালো ছাএী ছিলাম,  সবাই আশা করছিল আমার হয়ে যাবে। কিন্তু তখন আমার জীবনে  এমন সব ঘটনা ঘটে  যে আমি ভালো করে প্রিপারেশন ও নিতে পারি নি। আমার ঢাবি হয় না।  তবে আলহামদুলিল্লাহ আমরা অন্য একটা ভাসিটিতে  হয়।   আমি এখন এখানেই পড়ি।  কিন্তু  এখন আমার কথা  হলো যে আমি তো আল্লাহ কে কথা দিয়ে ফেলছি আমি মাদ্রাসায় পড়বো। তাহলে আমি এখন কী করবো।  আমার এটা সব সময় মনে হয় আমি তো আল্লাহ কে বলছিলাম, আল্লাহ হয়তো এটা চান,   এজন্যই কী আমার পরীক্ষার আগে এত সব কাকতালীয় ঘটনা হইছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আল্লাহর সাথে করা ওয়াদা ভঙ্গ করেছেন। আপনার কথা মিথ্যা হয়ে গিয়েছে। এখন এই গুনাহের জন্য তওবা করুন। ক্ষমা চান। আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।