As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7165

বিবিধ

প্রকাশকাল: 2 Jan 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি আল্লাহকে খুশী করার জন্য, আল্লাহ আদেশ মানার জন্য কোন কাজ করতে যায়, যেখানে আমার রিয়া বা লোক দেখানো কোন ইবাদতের উদ্দেশ্য নেই কিন্তু ইবাদাত করার জন্য কেউ দেখলে আমার মধ্যে কেমন একটা অনুভূতি হয় যে মানুষটা আমাকে ভালো বলবে,আমাকে আল্লাহ ওয়ালা মনে করবে এমন আত্মতুষ্টি সৃষ্টি হয়। আমার মুল উদ্দেশ্য এটা ছিলনা, এখন আমার এই ইবাদাত কি লোকদেখানো ইবাদাতে পরিনত হবে?? আর এর থেকে বাঁচার উপায় কি??

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শয়তান মানুষের শত্রু হিসেবে সব সময় ওয়াসওয়াসা দিতে থাকে। ইবাদত থেকে দুরে সরানোর জন্য এমন করে থাকে।  সুতরাং ইবাদত করার সময় এমন মনে হলেও ইবাদত অব্যাহত রাখতে হবে। লোক দেখানো ইবাদত হবে না ইনশাআল্লাহ। এক সময় শয়তান আর এমন ওয়াসওয়াসা দিতে পারবে না, সব ঠিক হয়ে যাবে। বেশী বেশী দুআ করবেন। আউযুবিল্লাহ… বার বার পড়বেন।