As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7164

আদব আখলাক

প্রকাশকাল: 2 Jan 2025

প্রশ্ন

পরিবারের সদস্যরা যদি ইসলাম না মানে , নাটক , সিনেমা গান-বাজনা শুনে যা আমার কানে আসে প্রচুর বিরক্তিকর লাগে, এছাড়া মাহরাম মানে না, তাহলে তাদের সাথে খারাপ ব্যবহার বা রাগ করা যাবে ? এবং এরকম বলা যাবে যে “যদি ইসলাম না মানো তাহলে তোমার কথা শুনবো না ?” মা বাবাকে কি এরকম ভাবে বলা যাবে ?

উত্তর

খারাপ ব্যবহার করে ইসলামের পথে নিয়ে আসতে পারবেন না। ব্যবহার ভাল করবেন। রাগ করে যদি মনে হয় তারা কিছুটা হলেও সংশোধন হবে তাহলে কারো প্রতি অন্যায় না করে রাগ করতে পারেন। “যদি ইসলাম না মানো তাহলে তোমার কথা শুনবো না ?” এই ধরণের কথায় যদি কিছুটা হলেও কাজ হচ্ছে বলে মনে হয়, তাহলে বলতে অসুবিধা নেই। তবে তাদের তাদের আদশেকৃত সকল জায়েজ কাজ অবশ্যই করবেন।