পরিবারের সদস্যরা যদি ইসলাম না মানে , নাটক , সিনেমা গান-বাজনা শুনে যা আমার কানে আসে প্রচুর বিরক্তিকর লাগে, এছাড়া মাহরাম মানে না, তাহলে তাদের সাথে খারাপ ব্যবহার বা রাগ করা যাবে ? এবং এরকম বলা যাবে যে “যদি ইসলাম না মানো তাহলে তোমার কথা শুনবো না ?” মা বাবাকে কি এরকম ভাবে বলা যাবে ?