As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7163

সুদ-ঘুষ

প্রকাশকাল: 2 Jan 2025

প্রশ্ন

জেনে বন্ধকী জমি থেকে উপকৃত হয়,  এখন বুঝতে পারছি উপকৃত হওয়া হারাম ।এখন করণীয় কি?

উত্তর

যার থেকে উপকৃত হয়েছেন বা টাকা-পয়সা সম্পদ নিয়েছেন তাকে তার টাকা পয়সা ফেরৎ দিবেন। ফেরৎ দিতে না পারলে তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা পাবেন।