As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7161

আদব আখলাক

প্রকাশকাল: 31 Dec 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম,,বাচ্চা যদি সম্মানার্থে পিতা মাতা কিংবা বড়দের হাতে চুম্বন করে মাথা ঠেকায়, এটাতে কি কোন গুনাহ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চুম্বন করতে পারে তবে মাথা ঠেকাবে না। মাথা রাখা সাজদার সাথে স্বাদৃশ্য পূর্ণ। সুতরাং এটা অবশ্যই পরিহার করতে হবে।