As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7160

যাকাত

প্রকাশকাল: 31 Dec 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম

আমার আম্মুর একজন ভাড়াটিয়া  প্রায় ৩ বছর ধরে আম্মুর ভাড়া পরিশোধ করতে পারেননি।
উনারা প্রায় ৪ লাখের কাছাকাছি ভাড়া জমিয়ে ফেলেছে। তারা এই ভাড়া পরিশোধ এ সক্ষম নন। আমাদের বাসা থেকে উনারা অন্য বাসায় চলে গিয়েছেন।
এখন আমার আম্মুর একটা প্রশ্ন আম্মু কি উনাকে জাকাত দিয়ে ওই টাকা টা তার থেকে আদায় করে নিয়ে উনার ঋণ শোধ করতে পারবেন?

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, পারবেন। জাকাতের টাকা ঐ ব্যক্তিকে তার হাতে বুঝিয়ে দিবেন। তারপর তার হাত থেকে ভাড়া বাবদ ঐ টাকা নিয়ে নিবেন।