আসসালামু আলাইকুম
আমার আম্মুর একজন ভাড়াটিয়া প্রায় ৩ বছর ধরে আম্মুর ভাড়া পরিশোধ করতে পারেননি।
উনারা প্রায় ৪ লাখের কাছাকাছি ভাড়া জমিয়ে ফেলেছে। তারা এই ভাড়া পরিশোধ এ সক্ষম নন। আমাদের বাসা থেকে উনারা অন্য বাসায় চলে গিয়েছেন।
এখন আমার আম্মুর একটা প্রশ্ন আম্মু কি উনাকে জাকাত দিয়ে ওই টাকা টা তার থেকে আদায় করে নিয়ে উনার ঋণ শোধ করতে পারবেন?