As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নো্ত্তর 7153

নামায

প্রকাশকাল: 23 Dec 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ফরজ বা সুন্নাত যেকোনো  নামাজে কি সুরা সিরিয়াল মোতাবেক পড়া লাগে? যেমন উদাহরন স্বরূপ ৪ রাকাত সুন্নাতে সুরা লাহাব তারপর সুরা ইখলাস, ফালাক,নাস এইভাবেই পড়া লাগবে? নাকি,প্রথম রাকাতে সুরা নাস পড়ে যেকোনো সুরা পড়া যাবে। সিরিয়াল ছাড়া পড়লে কি নামাজ হবে না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, ধারাবাহিকতা অনুযায়ী সূরা পড়া আবশ্যক না। প্রথম রাআতে সূরা নাস পড়ে অন্য রাকআতে ফালাকও পড়া যায়। এতে নামায সহীহ হবে, আদায় হয়ে যাবে।