As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7150

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 Dec 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমরা ছয় ভাইবোন! আমার একটি বোনের একাধিক বিয়ের পরেও বর্তমানে আমার বোন স্বামী বিচ্ছেদে আছে।এই অবস্থায় অনেকদিন ধরে আমার বোন আমার স্ত্রী-পরিবারের সাথে আছে!! কিন্তু এখানেও কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে যা আমার পারিবারিক জীবনের জন্য হুমকি।এমতাবস্থায় বোনের দায়িত্ব নিতে আমি কি বাধ্য?? বা আমার কি করণীয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার উক্ত বোনের দায়িত্ব আপনার এবং আপনার ভাইদের ওপর। তাকে নিরাপদ স্থানে রাখা, তার প্রয়োজীয় খাবার-চিকিৎসা এবং জীবনোপকরণের ব্যবস্থা আপনারা করবেন। তবে যদি তার এমন অর্থকড়ি থাকে যার মাধ্যমে তার জীবন-জাপন সম্ভব তাহলে অর্থনৈতিক দায়িত্ব আপনাদের না। কিন্তু যেহেতু সে মহিলা তাই তার নিরাপত্তার বিষয়টির প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে। যদি নিরাপত্তার স্বার্থে আপনার বাসায় বা আপনাদের বাসায় রাখতে হয় তাহলে সেটা করতে হবে। যদি অন্য কোথাও থাকলেও তার নিরাপত্তার সমস্যা না হয় তাহলে সেখানেও রাখতে পারেন। পিতা বা স্বামী না থাকলে ভাইদের উপর মেয়েদের দেখাশোনার দায়িত্ব চলে আসে।