আমার বাবা মারা গিয়েছিল ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারিতে। এখন আমি যদি প্রতিবছর ওই দিনে বাবার নামে কিছু দান সদাকা করি তাহলে কি জায়েজ হবে? নাকি ওই দিন বা ওই মাস বাদে যেকোনো সময় দেওয়া ভালো হবে? পরামর্শ চাই।
উত্তর
দান-সদকা করার জন্য মারা যাওয়ার দিন বা সময় নির্দিষ্ট করা যাবে না। যখন সময় সুযোগ হবে দান করবেন। অন্য যে কোন সাধারণ দানের মতই আপনি আপনার পিতার জন্য দান করবেন।