As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7148

নামায

প্রকাশকাল: 1 Dec 2024

প্রশ্ন

আসসালামুআলাইকুম, যেকোনো সময়ের নফল নামাজে বা তাহাজ্জুদ নামাজের সিজদা বা নফল নামাজের যেকোন পর্যায়ে নিজের মতো করে, নিজের ভাষায়(বাংলায়) আল্লাহর কাছে কিছু চাওয়া বা দোয়া করা যাবে কি?  বিস্তারিত বলবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুন্নাত ও নফল নামাযের সাজদাতে এবং শেষ বৈঠকে দুআ করার সময় কুরআন ও হাদীসে উল্লেখিত দুআর অনুরুপ দুআ বাংলায় বা মাতৃভাষায় করা যায় বলে অনেক আলেম বলেছেন। তবে উত্তম হলো আরবী দুআ মুখস্থ করে সেগুলো পাঠ করা। মুখস্থ হওয়ার আগ পর্যন্ত বাংলায় দুআ করতে পারেন।