অনেক সময় অনেকে বলে থাকে আপনাদের জন্যই আজকে আমি এ অবস্থানে পৌছাতে পেরেছি। আমার যে ভালো অবস্থা তা আপনাদের জন্যই। আমার বাবা- মায়ের কারণেই আমি আজ কিছু হতে পেরেছি। এমন কথা বলা যাবে ক? এটি কি শির্কের অন্তর্ভূক্ত?
উত্তর
না, এই ধরণের কথা কোন মুসলিম বললে সেটা শিরক নয়। এখানে মূলত সেই ব্যক্তির অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এটা কোন সমস্যা নয়। বরং হাদীসে এই ধরণের কৃতজ্ঞতা আদায় করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সা. বলেছেন لاَ يَشْكُرُ اللَّهُ مَنْ لاَ يَشْكُرُ النَّاسَ. যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয় । সনানু আবি দাউদ, হাদীস নং ৪৮১১।হাদীসটি সহীহ।