As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7140

বিবাহ-তালাক

প্রকাশকাল: 14 Nov 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, একটি প্রাপ্তবয়স্ক চায় সে বিয়ে করবে না, একটি চাকরি করবে তার বাবা মায়ের দেখাশুনা করবে এবং পরবর্তীতে সন্তানের অভাব পূরণের জন্য পালক সন্তান নিবে তার এই সিদ্ধান্ত নেওয়া কি জায়েজ আছে? তার পরিবারের দেখাশোনা সে নিজেই করে সে ছাড়া অন্য আর কেউ নেই। তার বাবা মা দু’জনেই অসুস্থ। তার এই বিয়ে না করে থাকার সিদ্ধান্ত কি জায়েজ আছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিবাহ করা গুরুত্বপূর্ণ সুন্নাত। চরিত্র হেফাজতের জন্য অতীব প্রয়োজনীয়। কেউ যদি বিবাহ করা ছাড়া নিজের চরিত্র হেফাজত করতে পারে, গুনাহমুক্ত থাকতে পারে তার জন্যে বিবাহ করা ফরজ-ওয়াজিব নয়, বিবাহ না করা জায়েজ আছে। পালক সন্তান রাখতে পারে, তবে প্রয়োজনীয় পর্দা রক্ষা করতে হবে। পালক সন্তানের বিধান সাধারণ সন্তানের মতো নয়।