As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7134

অর্থনৈতিক

প্রকাশকাল: 14 Nov 2024

প্রশ্ন

আমি গতকাল জোহরের নামাজ পড়ার সময় মসজিদের একদম শেষ কাতারে বসেছিলাম। তবে কাতারের মাঝামাঝিতে ছিলাম। আমার সুন্নত নামাজ শেষ হওয়ার পূর্বেই জামাত শুরু হয়ে যায়। এমতাবস্থায় আমার ডান পাশে আরো কিছু মানুষ দাড়ানোর জায়গা ছিল। তখন আমি নামাজে দাড়িয়ে থাকা অবস্থাতেই ডান দিকে চলে গিয়েছি। নামাজে থাকা অবস্থাতে আমি কি এটা করতে পারি?

 

উত্তর

জ্বী, নামযারত অবস্থায় এমন হালকা জায়গা পরিবর্তনে নামাযের কোন সমস্যা হবে না। নামায আদায় হয়ে যাবে।