আমি গতকাল জোহরের নামাজ পড়ার সময় মসজিদের একদম শেষ কাতারে বসেছিলাম। তবে কাতারের মাঝামাঝিতে ছিলাম। আমার সুন্নত নামাজ শেষ হওয়ার পূর্বেই জামাত শুরু হয়ে যায়। এমতাবস্থায় আমার ডান পাশে আরো কিছু মানুষ দাড়ানোর জায়গা ছিল। তখন আমি নামাজে দাড়িয়ে থাকা অবস্থাতেই ডান দিকে চলে গিয়েছি। নামাজে থাকা অবস্থাতে আমি কি এটা করতে পারি?