As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7128

হালাল হারাম

প্রকাশকাল: 10 Nov 2024

প্রশ্ন

হিন্দু মহিলা কি সন্তান প্রসবের সময় ধাত্রি হতে পারবে? নাকি মুসলমান মহিলা হতে হবে?

উত্তর

বিধর্মী মহিলাদের মুসলিম সন্তানের ধাত্রী হতে বাধা নেই। প্রয়োজনে তাদের সাহায্য নিতে পারবে।