রুকু থেকে উঠে ইমাম সাহেব কি রাব্বানা লাকাল হামদ, হামদান ক্বাসিরান তয়্যিবান মুবারাকান ফিহ, এই দোয়া টা পড়তে পারবে???ইমাম সাহেব শুধু সামিয়াল্লাহু লিমান হামিদাহ্ বলবেন। আর তারপর মুক্তাদি দাড়িয়ে বলবে রাব্বানা লাকাল হামদ। কেউ একাকী নামাজ পড়লে দুটোই পড়বে।
উত্তর
হাদীসে আছে ইমাম সাহেব সামিয়াল্লাহু লিমান হামিদাহ্ বলবেন আর তারপর মুক্তাদি দাড়িয়ে বলবে রাব্বানা লাকাল হামদ। অতিরিক্ত উক্ত দুয়াটাও পড়বে পারবে।
তবে ইমাম সাহেব এই দুআগুলো সব পড়লেও নামাযের ক্ষতি হবে না।