ভাগ্নির ছেলে, দাদার ভাই, ভাগ্নের ছেলে, স্বামীর চাচা-মামা — তারা কি মাহরাম?
এ জাতীয় আরো অনেক পুরুষ আছে, যারা মাহরাম কি-না তা নিয়ে ধোয়াশা রয়েছে, একটু স্পষ্ট করবেন অনুগ্রহ করে।
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 7124
বিবিধ
প্রকাশকাল: 10 Nov 2024
ভাগ্নির ছেলে, দাদার ভাই, ভাগ্নের ছেলে, স্বামীর চাচা-মামা — তারা কি মাহরাম?
এ জাতীয় আরো অনেক পুরুষ আছে, যারা মাহরাম কি-না তা নিয়ে ধোয়াশা রয়েছে, একটু স্পষ্ট করবেন অনুগ্রহ করে।
১। দাদার ভাই, দাদির ভাই, নানার ভাই এবং নানীর ভাইয়ের সাথে পর্দা করতে হবে না। এরা সকলেই মাহরাম।
বিষয়টিকে নিচের দিক থেকে উপর দিকে ভাবলে ভাবনায় পড়ে যেতে হয়। উপর থেকে নিচের দিকে ভাবুন। মাসআলাহ সহজ হয়ে যাবে।
আপনার ভাতিজা-ভাতিজির ছেলে-সন্তান, ভাগিনা-ভাগ্নির ছেলে-সন্তান। এরা সকলেই আপনার নাতি-নাতনী। এদের সাথে আপনার পর্দা নেই। এরা মাহরাম। এদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বংশধারা সকলেই মাহরাম।
لَا جُنَاحَ عَلَیۡہِنَّ فِیۡۤ اٰبَآئِہِنَّ وَلَاۤ اَبۡنَآئِہِنَّ وَلَاۤ اِخۡوَانِہِنَّ وَلَاۤ اَبۡنَآءِ اِخۡوَانِہِنَّ وَلَاۤ اَبۡنَآءِ اَخَوٰتِہِنَّ وَلَا نِسَآئِہِنَّ وَلَا مَا مَلَکَتۡ اَیۡمَانُہُنَّ ۚ وَاتَّقِیۡنَ اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلٰی کُلِّ شَیۡءٍ شَہِیۡدًا
নবীর স্ত্রীগণের জন্য তাদের পিতাগণ, তাদের পুত্রগণ, তাদের ভাইগণ, তাদের ভাতিজাগণ, তাদের ভাগিনাগণ, তাদের আপন নারীগণও , তাদের দাসীগণের ক্ষেত্রে (অর্থাৎ তাদের সামনে পর্দাহীনভাবে আসাতে) কোন গােনাহ নেই এবং (হে নারীগণ! ) তােমরা আল্লাহকে ভয় করে চলাে। নিশ্চয়ই আল্লাহ প্রতিটি বস্তুর প্রত্যক্ষকারী।
—আল আহ্যাব – ৫৫
২। স্বামীর চাচা-মামা নন মাহরাম। তাদের সামনে পর্দা করতে হবে।