As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7115

অর্থনৈতিক

প্রকাশকাল: 6 Nov 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আপনারা একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন, ট্যাক্স অফিসে চাকরি করা জায়েজ। আমার একটা চাকরি হয়েছে ট্যাক্স অফিসে। কিন্তু এখন দেখি কিছু কিছু আলেম বলে যে, বর্তমানের ট্যাক্স ব্যবস্থা এক ধরনের জুলুম। তাই এই সব জায়গায় চাকরি করা জায়েজ নয় বরং সেটা হবে জুলুমের সহায়তা করা। এই বিষয়টা নিয়ে আমি কনফিউজড। হাদিসে নাকি এর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে!

দয়া করে, আমাকে একটু বিস্তারিত উত্তর দিলে অনেক উপকৃত হতাম।

উত্তর

আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ট্যাক্স অপরিহার্য। জনগনের সকল সেবার ব্যবস্থা হয় জনগনের ট্যাক্সের টাকায়। সুতরাং এখানে জুলুমের কিছু নেই।