Assalamu Alaikum, বিতির নামাজ সম্পরকে জানতে চাচ্ছিলাম, রাসুল (স) বলেন : তোমরা বিতিরের নামাজ মাগরিবের মত পড় না বরং অবিচ্ছিন্ন ভাবে পড়, এর মানে কি ২ রাকাত পড়ার পর আত্তাহিয়্যাতু না পড়েই দাড়িয়ে গিয়ে ৩ রাকাত শুরু করা? আর দুয়া কুনুত রুকুর আগে নাকি পরে পড়ব? বিতির নামাজ কি ১ রাকাত পড়া যায়?