আসসালামু আলাইকুম। আমার বয়স ৪০. বিবাহিত নারী। গত ৩ রাত যাবত আনুমানিক রাত ২.৩০ টার দিকে একটি ভয়ংকর স্বপ্ন দেখছি। স্বপ্নটি এমন- একটি বড় কালো সাপ আমার বাবার বাসা ও শ্বশুর বাসায় ঢুকছে। অথবা বাইরে বসে রাগে ফুসছে। আর আমরা সবাই ভীত হয়ে বাসায় ঢুকে যাচ্ছি।
স্বপ্নটা বারবার দেখে খুব ভয় পাচ্ছি। মন খারাপ হচ্ছে। এমতাবস্থায় আমার কি করা উচিৎ?