As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7101

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 Oct 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আলেমদের নিকট শুনেছি, মোজার উপর মাসাহ করা সকল মাজহাবের ইমামগন আকিদার অন্তর্ভুক্ত করেছেন। আবার কাপড়ের মোজার ব্যাপারে মতভেদ আছে। আমি কি করবো বুঝতে পারছি না।

১) কাপড়ের মোজা খুলে পা ধোওয়া কি আকিদার খেলাফ?

২) কাপড়ের মোজার উপর মাসাহ করা কি জায়েজ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আকীদার হলো মোজার উপর মাসেহ করা যাবে। তবে কী কী শর্তে মাসেহ করা যাবে, এটা নিয়ে মতভেদ আছে। মোজা খুলে পা ধৌত করলে কোন সমস্যা নই। কাপড়ের মোজা যদি মোটা হয়, ভিতরে সহজে পানি না যায়, অনেক দূর পর্যন্ত সেটা পায়ে দিয়ে চলা যায় তাহলে মাসেহ করা যাবে। এটাই সঠিক অভিমত। মোজা খুলে পা ধৌত করলে কোন সমস্যা নেই, সে কাপড়ের মোজা হোক বা চামড়ার মোজা হোক। তবে মাসেহ করতে হলে কিছু শর্ত সাপেক্ষে মাসেহ করতে হবে।