আসসালামু আলাইকুম, প্রিয় শায়েখ
আমি প্রতিদিন একটি প্রশ্নের মুখোমুখি হই, আমাকে অন্য ভাইয়েরা বলে দেশে ছুটিতে কবে যাবেন, আমি বলি আমি একবারে চলে যাবো, আমাকে পরার্মশ দেয় একেবারে যাবেন না ভুল করবেন। একেবারে গিয়ে কি করবেন দেশে পরিস্থিতি ভালো নয়, আপনি ছুটিতে যান ৩ মাসের জন্য বিয়ে করে আসুন, একই কথা আত্মীয় স্বজনের দেশে এসে কি করবা থাকো ওখানেই ভালো আছো দেশে এসে বিয়ে করে আবার যাও , কিন্তু মা বাবা ভিন্ন কথা দেশে যেতে বলে আর বলে এত বেশি দরকার নেই যা হয়েছে আলহামদুলিল্লাহ বলে চলে আছো, উপার্জনের আল্লাহ ব্যবস্থা করে দিবেন।
আমার বয়স ২৭ বছর, দৈর্ঘ্য ৭ বছর সৌদি আরবে, আমি ফরজ ইবাদতে পাশাপাশি নফল ইবাদত করার চেষ্টা করি, কুরআন শুদ্ধ ভাবে তিলাওয়াত শিখছি, মাই লাইফ জার্নি উইথ কুরআন মুহাম্মদ আতিক উল্লাহ শায়েখের বইটি পড়ছি, প্রিয় স্যার রাহি. লেখা ইসলামি আকিদা বইটি পড়ে শেষ করেছি, আরো কিছু বই পড়েছি আলহামদুলিল্লাহ। গত ২ বছর একটা ভালো কোম্পানিতে আছি গত ৫ বছর উপার্জন কম ছিল বর্তমানে আল্লাহ ভালো রাখছেন।