As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7091

কাফফরা

প্রকাশকাল: 20 Oct 2024

প্রশ্ন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তার শপথের সাথে ইনশাআল্লাহ যুক্ত করলো, সে চাইলে শপথ থেকে ফিরে যেতে পারে অথবা তা পরিত্যাগও করতে পারে। তাতে সে শপথ ভঙ্গকারী নয়।”

সুনানু  ইবনু মাজাহ, হাদীস নং ২১০৫।

এক্ষেত্রে কি শপথ ভঙ্গের কাফফারা দিতে হবে, নাকি দিতে হবে না?

উত্তর

না, শপথের সাথে ইনশাআল্লাহ বললে উক্ত হাদীসের কারণে কাফফারা দিতে হবে না। হাদীসটির মূল পাঠ হলো عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ “‏ مَنْ حَلَفَ وَاسْتَثْنَى إِنْ شَاءَ رَجَعَ وَإِنْ شَاءَ تَرَكَ غَيْرُ حَانِثٍ ‏”‏ ‏.‏ সুনানু  ইবনু মাজাহ, হাদীস নং ২১০৫। হাদীসটি সহীহ।